আজ বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬ খ্রিস্টাব্দ

 

সোনারগাঁ(প্রতিনিধি); সোনারগাঁয়ে পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে উপজেলা প্রশাসনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল হয়েছে। ১৪ জানুয়ারি সকালে উপজেলার সোনারগাঁ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের উপর হামলার প্রতিবাদে উপজেলা প্রশাসনের সামনে হামলাকারীদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। জানাযায়,সকালে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে উপজেলা প্রশাসনের সামনে এসে শেষ হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বিচারের দাবি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত আন্দোলনরত শিক্ষার্থীদের জানান তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

Exit mobile version