সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। ১৫ অক্টোবর বুধবার বিকেলে উপজেলার পৌর এলাকার রয়েল রিসোর্টে,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ সোনারগাঁয়ের সকল সাংবাদিকদের মতবিনিময় সভার আয়োজন করেন। এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,সোনারগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিদ কুমার দাস,সোনারগাঁ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন তুষার,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আবু বক্কর ছিদ্দিক,নয়া দিগন্তের সোনারগাঁ প্রতিনিধি হাসান মাহমুদ রিপন,ইনকিলাবের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোক্তার মোল্লা,সংবাদের প্রতিনিধি মো. সুমন শাহ সমকালের সোনারগাঁ প্রতিনিধি শাহাদাত হোসেন রতন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.পনির ভুইয়া,মডেল প্রেসক্লাবের সভাপতি মো.অনিক, আনন্দ টিভির প্রতিনিধি মাজহারুল ইসলাম,দেশ রুপান্তরের প্রতিনিধি রবিউল হাসান,কালবেলার প্রতিনিধি মো.রুবেল খান,সোনারগাঁ প্রেসক্লাবে সদস্যরাসহ সোনারগাঁয়ের সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অধ্যাপক মামুন মাহমুদ জানান,নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্দিরগঞ্জ) আসনের প্রার্থী ঘোষণা করেন। তবে তিনি বলেন দল যাকে মনোনয়ন দেয় তার হয়েই কাজ করবো। অবশেষে তিনি স্লোগান দেন ‘আসুন মিলেমিশে শান্তি সমৃদ্ধি ও সাম্যের সমাজ গড়ি”