আজ বুধবার, অক্টোবর ১৫, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরের শ্রীপুর উপজেলা কল্যাণ সংস্থার উদ্যোগে দুই শতাধিক দৃষ্টিহীন ও প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি ও খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে শ্রীপুর মুক্তিযোদ্ধা ভবন চত্বরে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি, আব্দুর রহমানের সভাপতিত্বে বিএনপি নেতা মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ন আহবায়ক অধ্যাপক ডাঃ এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আবুল মুনসুর মন্ডল, পৌর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, হিট বাংলাদেশের সভাপতি আনোয়ার হোসেন, আফাজ উদ্দিন মোল্লা, সাইফুল মোল্লা, বিল্লাল হোসেন, দুলাল চৌহান, আনোয়ার হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক সেলিমসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version