নাসির উদ্দিন সোনারগাঁ; নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ১২ অক্টোবর দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রাউৎগাঁও মধ্য পাকা রাস্তা হইতে কমিশনার(ভূমি)কর্মকর্তা মো.সজিবের বাড়ি পর্যন্ত টিআর এর ৭৫ মিটার আর সিসি ঢালাই,জগনাদী ইদ্রিস আলী হাজীর বাড়ি হইতে শাহালোম ভুইঁয়ার বাড়ি পর্যন্ত ৭শ’ ফুট ইটের সলিং রাস্তা,রাউৎগা মধ্য পাড়ার মেইল রোড হইতে মনির হোসেন বাড়ি পর্যন্ত,৭শ’ ফুট ইটের সলিং এবং ৩শ’ ফুট এসবিবি করন মোট চারটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাজী মো.সানাউল্লাহ,২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.বদরুজ্জামান মোল্লা,সংরক্ষিত আসনের মহিলা সদস্য নাদিয়া নুর রানু,বিলকিস আক্তার ইউপি সদস্য মো.নাসির উদ্দিন প্রমূখ। এসময় সদস্যগন সহ এলাকার গণ্যমান ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান বলেন আমার জামপুর ইউনিয়নের মসজিদ,মাদ্রাসা,কবরস্থান ও রাস্তার উন্নয়ন কাজ করাই আমার মূল লক্ষ্য। তিনি আরো বলেন জামপুর ইউনিয়নের অসমাপ্ত সমাপ্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।