তালা,সাতক্ষীরা,প্রতিনিধি।
৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে সাতক্ষীরা তালা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা,মাওঃ আসাদুল হকের নেতৃত্বে “পিয়ার বা সংখ্যা আনুপাতিক” পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবীতে প্রচার পত্র বিলি করা হয়।উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সবুর,সেক্রেটারি বাইজিদ হোসেন সহ প্রচার পত্র বিলি কাজে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বিলি কার্যক্রম তালা বাজার কাছেমুল উলুম মাদ্রাসা থেকে শুরু হয়ে প্রধান সড়ক থেকে শুরু করে উপজেলার সামনে এসে তাদের কার্যক্রম শেষ হয়।
নেতৃবৃন্দ বলেন,সকল ভোটের মূল্যায়ন, পি আর পদ্ধতির অবদান। ভোট যার ক্ষমতা তার দিতে পারে পি আর। একতরফা নয় সমতা চাই পিয়ার পদ্ধতির ভোট চাই, সব মানুষের অধিকার বাস্তবায়নে পি আর।


