আজ মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ খ্রিস্টাব্দ

 

সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: বিমানবন্দর যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় মারিখালী সেতুর ওপর গতকাল বুধবার ভোরে বিদেশ যাত্রীর গাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল ছুরিকাঘাত করে এনামুল হক (৪৯) নামে গ্রীস প্রবাসীর সঙ্গে থাকা নাগরিকত্ব কার্ড, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতিতে বাধা দেওয়ায় ডাকাত দল প্রবাসী এনামুল হক ও গাড়ীর চালক আবু মুসাকে ছুরিকাঘাতে আহত করে।পরে কাঁচপুর হাইওয়ে পুলিশের একটি দল
প্রবাসী ও চালককে উদ্ধার করে মহাসড়কের পাশে মদনপুর এলাকায় আল বারাকা নামে একটি প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা করায়।এঘটনায় গ্রীস প্রবাসী এনামুল হক বাদী হয়ে গতকাল বুধবার বিকালে সোনারগাঁ থানায় একটি সাধারন ডায়েড়ি (জিডি) করেছেন।পুলিশ ও ভূক্তভোগী বিদেশ যাত্রী জানান, কুমিল্লা থেকে রাতে (ঢাকা-মেট্রো-গ ৪৫-৪৩৪৫) একটি প্রাইভেটকার যোগে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর যাওয়ার উদ্দ্যেশে রওয়না দেয়। চলন্ত পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় মারিখালী সেতুর ওপর ভোর ৪.২০মিনিটের দিকে তাদের গাড়ীর সামনে কয়েকটি মালবাহী ট্রাক ধীর গতি থাকায় ডাকাত দল তাদের গাড়ীটির গতিরোধ করে। এসময় ৭/৮ জনের একটি ডাকাত দল প্রাইভেটকারের গ্লাস ভেঙ্গে গাড়ীর চালক ও প্রবাসী যাত্রীকে চাকু,ছুরি,রামদা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গ্রীস প্রবাসীর সঙ্গে থাকা নাগরিকত্ব কার্ড,নগদ টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতিতে বাধা দেওয়ায় ডাকাতদল প্রবাসি যাত্রী ও চালককে ছুরিকাঘাত করে আহত করে। পরে কাঁচপুর হাইওয়ে পুলিশের একটি দল প্রবাসী ও চালককে উদ্ধার করে মহাসড়কের পাশে
মদনপুর এলাকায় আল বারাকা নামে একটি প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা করায়। গ্রীস প্রবাসী এনামুল হক কুমিল্লা জেলার নাঙ্গলকোট ভাসেন্ডা এলাকার নুর মিয়ার ছেলে, গাড়ীর চালক আবু মুসা কুমিল্লা জেলার দেবীদার বেহারমন্ডল এলাকার আব্দুস সাত্তারের ছেলে।সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো.রাশেদুল হাসান খান বলেন,গ্রীস প্রবাসী এনামুল হক বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েড়ি (জিডি) করেছেন। সাধারন ডায়েড়ির উপর ভিত্তি করে ছায়া তদন্ত করা হবে।

Exit mobile version