সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাগানবাড়ির মেজো মিয়া মোড় এলাকায় নিজস্ব জমিতে ঘর তুলে বসবাস করছেন মোঃ আবুল হোসেন (খোকন)নামে এক ব্যক্তি। তবে সম্প্রতি একদল প্রভাবশালী ব্যক্তির পক্ষ থেকে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি ও তার পরিবার।
ভুক্তভোগী মোঃ আবুল হোসেন (খোকন) বলেন, “২০১৫ সালের ৭ জানুয়ারি থেকে আমি উক্ত জমির বৈধ মালিক ও দখলদার। সকল কাগজপত্র, রেজিস্ট্রিকৃত দলিল ও খাজনা আমার নামে রয়েছে। এরপরও প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে স্থানীয় এক প্রভাবশালী আইনজীবী এ্যাডভোকেট মিজান আমার বিরুদ্ধে আদালতে ১৪৪ ধারায় একটি মিথ্যা মামলা দায়ের করেন।”
তিনি আরও বলেন, “তদন্তে পুলিশের প্রতিবেদন ও কাগজপত্র যাচাই শেষে আদালত আমার পক্ষে রায় দেন। কিন্তু এরপরও ঐ আইনজীবী আমাকে তিন হাত জায়গা বা ৫০ হাজার টাকা দিতে বলেন।আমি টাকা দিতে অস্বীকার করলে নানাভাবে ভয়ভীতি ও মিথ্যা মামলার হুমকি দেন। এমনকি রাতের বেলা বাড়িতে এসে দরজায় ধাক্কা দেওয়া ও উচ্ছেদের ভয় দেখান।”
স্থানীয় বাসিন্দা মোঃ আল আমিন জানান, “বেশ কিছুদিন ধরে জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছে। একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও প্রভাবশালীদের পক্ষ থেকে তাতে সাড়া মেলেনি। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।”
সাংবাদিকরা প্রভাবশালী আইনজীবী এ্যাডভোকেট মিজানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তিনি সাংবাদিক পরিচয় শুনেই ফোন কেটে দেন। এরপর আর কোনো সাড়া পাওয়া যায়নি।
পৌরসভার সাবেক কমিশনার মোঃ শাহিনুর রহমান শাহীন বলেন, “বিষয়টি আমি শুনেছি। দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। তবে অভিযোগের সত্যতা যাচাই করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।”
জমির পূর্বের মালিক মোঃ মনিরুল ইসলাম জানান, “২০১৫ সালের শুরুতে আমি আইনগতভাবে উক্ত জমি আবুল হোসেন খোকনের কাছে বিক্রি করেছি। সরকারি নিয়ম মেনে রেজিস্ট্রি, নামজারি ও খাজনা পরিশোধের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। এরপর থেকে খোকনই বৈধ মালিক হিসেবে জমিটি ভোগ করছেন। এখন কেউ যদি পুনরায় দাবি করে বা হুমকি দেয়, সেটা সম্পূর্ণ বেআইনি ও হয়রানিমূলক।”
ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা জানান, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
ভুক্তভোগী আবুল হোসেন খোকন জানান, তিনি এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।


