মতিউর রহমান,
তালা,সাতক্ষীরা,প্রতিনিধি।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহর উপস্থিতিতে তালা উপজেলার জালালপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক নির্বাচনী পথসভা।
৬ অক্টোবর (সোমবার) বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জালালপুর ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত এ পথসভায় সভাপতিত্ব করেন মাওলানা আবুল কাশেম এবং পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মু. শাহাবুদ্দীন।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি বলেন, “দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো নেতা দুর্নীতি বা চাঁদাবাজির সঙ্গে যুক্ত নন। জামায়াতের সাবেক দুইজন সফল মন্ত্রীর নামে এক টাকারও দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। জামায়াতের সংসদ সদস্যদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ নেই।”
তিনি আরও বলেন, “দেশে প্রকৃত উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করতে হলে একমাত্র জামায়াতে ইসলামীর বিকল্প নেই। সব দলকে মানুষ দেখেছে—এবার ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিন। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই ইনশাআল্লাহ।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা শফিকুল ইসলাম এবং জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক খলিলুর রহমান প্রমুখ।