আজ মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদকে বেকায়দায় ফেলতে একটি কুচক্রি মহল ষড়যন্ত্রে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী এলাকায় আটকের পর র‌্যাবের হাত থেকে হামলা চালিয়ে কুখ্যাত ডাকাত সর্দার শাহেব আলীকে ছিনিয়ে নিয়ে যায় তার সহযোগীরা। এ ঘটনায় ৩ জন র‌্যাব সদস্যসহ ৪ জন আহত হয়। উক্ত ঘটনাটিকে পুঁজি করে অপ-প্রচারে নেমেছে একটি কুচক্রি মহল। এ নিয়ে এলাকায় তীব্র আলোচনা ও সমালোচনা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন ঘটনার পর গনমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গেলে প্রত্যক্ষদর্শী হিসেবে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা ফয়েজ আহমেদ, তাজুল ইসলাম ও আলাউদ্দিন। তারপর থেকেই একটি কুচক্রি মহল এ ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করে ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা চালাচ্ছে।
উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি নেতা হারুন অর রশিদ।
বিএনপি নেতা হারুন অর রশিদ জানান, এলাকার নানান অপরাধের প্রতিবাদ করাতেই সংঘবদ্ধ অপরাধী চক্র আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবগত রয়েছেন কারা অপরাধের সাথে জড়িত। অপ-প্রচার করে কোন লাভ হবে না।
স্থানীয়রা জানায়, হারুন একজন ভালো মানুষ এবং সমাজ সেবক। তিনি গরীব- দুঃখীর পাশে সব সময় থাকেন। আর সমাজে সব সময় সত্য কথায় বলায় তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয় সব সময়।
সিদ্ধিরগঞ্জের ৪ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা তাজুল ইসলাম জানান, গত তিন দিন আগে রাতে সন্ত্রাসী সাহেব আলীকে গ্রেপ্তার করেন র‌্যাব-১১। সন্ত্রাসী সাহেব আলীর গুন্ডাবাহিনীরা র‌্যাবকে আহত করে সাহেব আলীকে তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় আমাদের নেতা হারুন কতটুকু সহযোগিতা করেছে এটা র‌্যাব-১১ ভালো জানেন। তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে তার মান-সম্মান ক্ষুন্ন করার জন্য ব্যক্তিগতভাবে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Exit mobile version