আজ বুধবার, অক্টোবর ১৫, ২০২৫ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন অপরাধ দমনে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, ঝাউডাঙ্গা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপি এবং বাকাল ও ঝাউডাঙ্গা চেকপোস্ট এলাকায় মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বিজিবির কোম্পানি ও বিওপি কমান্ডারদের নেতৃত্বে অনুষ্ঠিত এসব সভায় স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণসহ প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন।

এ সময় বক্তারা বলেন, মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সবাইকে সচেতন হতে হবে। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা চোরাচালান যাতে না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

স্থানীয় জনগণ বিজিবির এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও সীমান্ত অপরাধ দমনে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Exit mobile version