নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শনে এসে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক বলেন, ঢাকা, চট্রগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকাগুলোর মন্দির ও পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে কোস্টগার্ড। প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় আমাদের বিশেষ ডুবুরি দল সর্বদা প্রস্তুত আছে। এছাড়া দুর্ঘটনা এড়াতে আমাদের জনসচেতনতামূলক কার্যক্রম এবং সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে।
১ অক্টোবর বুধবার সকালে শহরের রামকৃষ্ণ আশ্রম মন্দির ও আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন,
আশ্রম মন্দির ও আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শনে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক মো. জিয়াউল হক বলেন, একটা দেশকে উন্নতি করতে গেলে শুধু মসজিদ বা মন্দির নেই সাথে প্যাকেডাও থাকতে পারে এর সাথে গির্জা ও থাকতে পারে। বাংলাদেশে বিভিন্ন ধর্মালম্বী আছে যেহেতু এই দেশটা বিভিন্ন ধর্মের লোক বাস করে। আমরা কিন্তু একে অপরের ভাই ভাই তাই না। আমরা যদি সেভাবে মিলেমিশে কাজ করি তাহলে আমাদের দেশের গঠনটা এক হবে। তা না হলে দেশের উন্নয়ন টা সহজ হবে না এবং দেশের ভিতরে একটা অসন্তোষ থাকবে। আমরা যদি একে অপরকে ভালোভাবে গ্রহণ না করি তাহলে আমাদের উৎপাদন কিন্তু কমে যাবে। দেশের উন্নতির বাধাগ্রস্ত হবে স্বাভাবিক।
তিনি আরও বলেন, কোস্ট গার্ড যেহেতু নৌপথে চলাচল করে, সুতরাং বিসর্জনের সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন স্থানে বিসর্জনের সময় যেন কোন দুর্ঘটনা না ঘটে, সেজন্য আমরা সর্বোচ্চ প্রস্তুত আছি। এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি বিজয়া দশমী পর্যন্ত ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ, প্রাণবন্ত ও নিরাপদে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।
এসময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব কার্ত্তিক ঘোষ, আমলাপাড়া সর্বজনীন পূজা মণ্ডপের সভাপতি প্রবীর কুমার সাহা প্রমুখ।