আজ বুধবার, অক্টোবর ১৫, ২০২৫ খ্রিস্টাব্দ

 

মতিউর রহমান,
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি।

সাতক্ষীরা তালায় ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা মিডিয়া সেক্রেটারি মোঃ নাজমুল হকের পরিচালনায় সভাপতি প্রভাষক ইয়াছিন আলীর সভাপতিত্বে দিনব্যাপী সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মিডিয়া বিভাগের উপদেষ্টা ও জামায়াত ইসলামি বাংলাদেশ সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান। তিনি বলেন সাংবাদিকতা ৭ টি মুলনীতির উপর প্রতিষ্ঠিত।ন্যায় পরায়নতা,নির্ভুলতা,তথ্য ভিত্তিক যোগাযোগ নীতি অবলম্বন করা,সত্য প্রকাশে স্বাধীনতা,বস্তু নিষ্টতা,নিরপেক্ষতা, ও জনগনের প্রতি দায়বদ্ধতা। এ দিকে সাংবাদিকদের গুরুত্বারোপ করতে হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহামুদুল হক। জেলা ভি ডি এফ সভাপতি ডাঃ আপ্তাব উদ্দিন। মাওঃ মাছুম বিল্লাহ প্রমুখ। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা মিডিয়া বিভাগের সভাপতি আবু সাঈদ বিশ্বাস। বিশেষ আলোচনা হিসেবে বক্তব্য রাখেন মুজাহিদুল ইসলাম সেলিম।
সবশেষে রিপোর্টং এর উপর ৪ জনকে পুরষ্কৃত করা হয়।

Exit mobile version