মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বৃষ্টির পানি সংরক্ষণের লক্ষ্যে পানির ট্যাংক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে সিডো’র বাস্তবায়নে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা। তিনি উপস্থিত উপকারভোগীদের মাঝে ১০০০ লিটারের ১৯ টি পানির ট্যাংক হস্তান্তর করেন।
সিডো’র নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ করিমুল হক, ফাইনান্স অফিসার চন্দন কুমার বৈদ্য প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ করে তা ব্যবহার করা হলে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমবে এবং লবনাক্ততা বৃদ্ধিজনিত বিশুদ্ধ পানি সংকট নিরসনে সহায়ক ভূমিকা রাখবে। তারা এ উদ্যোগকে সময়োপযোগী ও টেকসই উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ বলে অভিহিত করেন।