আজ মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫ খ্রিস্টাব্দ

 

তালা- সাতক্ষীরা, প্রতিনিধি।

তালায় ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ‘ক’ অঞ্চলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা কপোতাক্ষ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত খেলায় খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৪-১ গোলের ব্যবধানে কপোতাক্ষ হাই স্কুলকে পরাজিত করে জোন চ্যাম্পিয়ন হয়। এর আগে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। উক্ত খেলায় উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, জোন সম্পাদক ও শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, কপোতাক্ষ হাই স্কুলের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র হালদার, সহকারী শিক্ষক মোঃ আব্দুল গফুর পাড়, তাপস কুমার আইচ,তালা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শামীম খান, আব্দুল কুদ্দুস প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ আসাদ হোসেন।

Exit mobile version