নারায়ণগঞ্জ প্রতিনিধি: মহামান্য হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দরা।
২১ সেপ্টেম্বর রোববার সকালে আদালত প্রাঙ্গণে এ ফুলের শুভেচ্ছা জানান আইনজীবি সমিতির আইনজীবিরা।
এদিন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শনে আসেন মহামান্য হাইকোর্ট ডিভিশন এর মাননীয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরী। এসময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির পক্ষ থেকে বিচারপতিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
ফুলের শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এড.সরকার হুমায়ন কবির, সাধারণ সম্পাদক এড. এইচ. এম আনোয়ার প্রধান, সিনিয়র সহ-সভাপতি এড.কাজী আঃ গাফফার, সহ-সভাপতি এড. মোঃসাদ্দাম হোসেন, যুগ্ম সম্পাদক এড. ওমর ফারুক নয়ন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. সারোয়ার জাহান, কার্যকরী সদস্য এড.ফাতেমা আক্তার সুইটি, এড. মোঃতেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম প্রমূখ।