আজ বুধবার, অক্টোবর ১৫, ২০২৫ খ্রিস্টাব্দ

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
যুব সমাজকে কিশোর গ্যাং ও মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করার লক্ষ্যে বন্দরস্থ আদর্শ ক্লাবের উদ্যোগে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর শুক্রবার ফাইনাল খেলায় অংশ নেয় বন্দর ২১ নং ওয়ার্ড দল এবং বন্দর ২২ নং ওয়ার্ড দল। খেলায় ২১ নং ওয়ার্ড দল ২-১ গোল ব্যবধানে ২২ নং ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

টুর্নামেন্টের স্পন্সর ও প্রধান অতিথি সমাজসেবক আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, “যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন অব্যাহত থাকুক, সেটাই আমার প্রত্যাশা।” তিনি আরও প্রত্যয় ব্যক্ত করেন যে, বন্দরে একটি মাঠের ব্যবস্থা করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি(এন.সি.পি) বন্দর উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মোঃ শুভ ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমির হোসেন, ব্যবসায়ী ও সমাজসেবক সালাউদ্দিন এবং ব্যবসায়ী ও সমাজসেবক মারুফ। তারা এ ধরনের উদ্যোগকে সমর্থন জানিয়ে তরুণদের খেলার প্রতি আগ্রহী করতে আহ্বান জানান।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, নৈতিক ও মাদকমুক্ত সমাজ গঠনে অনুপ্রাণিত করাই তাদের মূল লক্ষ্য।

Exit mobile version