শহরের চাষাঢ়া রেলস্টেশনে অভিযান চালিয়ে ২৭ জন মাদকসেবীকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।
আটককৃতদের মধ্যে ৯ জনকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন: রাকিব, রাজন, লেবু শেখ, ফারুক, জাহাঙ্গীর, হানিফ, রবিন, লিমন ও সিয়াম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ৭০-৮০ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে ১৮ জনকে থানায় রাখা হয় এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, মাদকসেবীর সংখ্যা বাড়ার ফলে জেলা জুড়ে কিশোর গ্যাং, হত্যা, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ বেড়ে গেছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অভিযানে আটক ১৮ জনকে মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে এবং ৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।