আজ মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫ খ্রিস্টাব্দ

রংপুরের পীরগাছায় পদ্মরাগ মেইল ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারাদেশের সঙ্গে রংপুর অঞ্চলের আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়।

পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জানান, দুপুর পৌনে ১টায় সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনটি পীরগাছা স্টেশনে পৌঁছায়। বিরতির পর যাত্রা শুরু করলে লাইন সেপারেটরের পাত ভেঙ্গে ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অনেক যাত্রী তাদের মালামাল খোয়া যাওয়ার অভিযোগ করেছেন।

সারাদেশের সঙ্গে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস, লালমনিরহাট ও বুড়িমারি এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারের জন্য সংশ্লিষ্ট ট্রেনটি লালমনিরহাট থেকে রওনা হয়েছে।

Exit mobile version