আজ বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫ খ্রিস্টাব্দ

অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়নগঞ্জ জেলাধীন বন্দর উপজেলার কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় এবং ২১নং কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ছাত্র-ছাত্রীদের পড়াশুনার সার্বিক খোঁজখবর নেন এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন৷ তিনি নারায়ণগঞ্জের শিক্ষার মানোন্নয়নে তাঁর অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এবং মানবিক শিক্ষায় শিক্ষিত হতে শিক্ষক-শিক্ষার্থী সকলকে জোর তাগিদ প্রদান করেন। তিনি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের উন্নত বিনোদন নিশ্চিতে ও তাদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর কথা বলেন এবং তাদের মাঝে ক্রিকেট ব্যাট,বল,ব্যাডমিন্টন,দাবাসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। এছাড়া প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রীদের মাঝে জুস, কেক বিতরণ করে তাদের শারিরীক সুস্থতার বিষয়েও খোঁজখবর নেন।
সর্বোপরি নারায়ণগঞ্জের শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও ফলাফলমুখী শিক্ষার বাইরে মানবিকতার বিকাশে জেলা প্রশাসক মহোদয় বদ্ধপরিকর।

Exit mobile version