আজ বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। বুধবার (৭ মে) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভা শেষে রিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, এখন থেকে চলমান প্রকল্প মূল্যায়ন করবে আইএমইডি। অনিয়ম পেলেই দুদককে জানাবে এবং প্রয়োজনে এক সাথে কাজ করবে, পরিকল্পনা মন্ত্রণালয়। বিভিন্ন জেলায় যেসব বেড়িবাঁধ আছে, প্রতিবছর সেগুলো কেন ভেঙ্গে যায় তা যাচাই করতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার।

তিনি আরও জানান, ১৫ বছরেও শেষ হয়নি গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন। প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। এতে বাড়তি খরচ হবে ১৪৫ কোটি টাকা। উল্টো দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও মাটি জমে ২টি লেকের পানি ধারণক্ষমতা কমেছে। তাই সময় ও মেয়াদ বাড়িয়ে প্রকল্পটি শেষ করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

পরিকল্পনা উপদেষ্টা জানান, লেক উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয় ২০১০ সালে। কিন্তু কয়েক দফা মেয়াদ বাড়িয়েও কাজ শেষ করা যায়নি। কড়াইল বস্তি উচ্ছেদ করা হলে, এসব পরিবারকে কিভাবে পুনর্বাসন করা হবে তা নিয়ে আলাদা স্টাডি হয়েছিল। তবে কোন সিদ্ধান্ত দেয়নি বিগত সরকার। এবার সেই স্টাডির আলোকে পুনর্বাসন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

Exit mobile version