আজ মঙ্গলবার, মে ৬, ২০২৫ খ্রিস্টাব্দ

মাসদাইরের কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন পুরাতন ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৬ মে) সকালে সরকারি জমি অবৈধভাবে দখল করে ইট বালু ব্যবসা করার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেন।

এসময় দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর আওতায় সরকারি অনুমতি ছাড়াই জায়গা দখল করে ইট, বালু ও পাথর রাখার দায়ে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়। অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রীও জব্দ করা হয়েছে। একইসঙ্গে বিকালের মধ্যে দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি সম্পত্তি রক্ষা ও অবৈধ দখল প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। আজকের অভিযান প্রশাসনের কঠোর অবস্থানের স্পষ্ট বার্তা বহন করে বলেও জানানো হয়।

Exit mobile version