আজ মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী-চাষাঢ়া সড়কে ইজিবাইকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং যানজট নিরসনে কাজ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চৌধুরীবাড়ি এলাকায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কার্যক্রম পরিচালনা করেন।

শিক্ষার্থীরা বলেন, গত তিন দিন ধরে এই সড়কের ইজিবাইক চালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। গ্যারেজের ভাড়া ও বিদ্যুতের বিল বৃদ্ধি পাওয়ার অজুহাতে তারা ভাড়া বাড়িয়েছেন। আমরা আজ (শুক্রবার) এ বিষয়ে ইজিবাইক চালক এবং যাত্রীদের সচেতন করেছি। ইজিবাইক চালকেরা আমাদের জানিয়েছেন, পুলিশ তাদের ইজিবাইক আটক না করলে তারা কোনো ভাড়া বাড়াবেন না। এছাড়া এই সড়কে যানবাহনগুলো বিশৃঙ্খলভাবে চলাচল করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আমরা এ নিয়েও সচেতন করেছি। আমাদের পড়াশোনার পাশাপাশি আগামীতেও আমরা এই কার্যক্রম পরিচালনা করবো।

Exit mobile version