
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরার সদরের মাছখোলা মধ্যপাড়া নিবাসী মরহুম নজরুল ইসলামের জানাজা সোমবার (২৭ অক্টোবর) মাছখোলা মধ্যপাড়া জামে মসজিদের সামনে সম্পন্ন হয়েছে।
জানাজায় ০৮নং ধুলিহর ইউনিয়নের জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব মাস্টার আশরাফুজ্জামান খোকন ইমামতি করেন। এর আগে ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ জানাজার পূর্ব সমাবেশে মরহুমের সমাজসেবায় অবদানের কথা স্মরণ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন।
এসময় মরহুম নজরুল ইসলামের স্থানীয় মানুষ, আত্মীয়স্বজন ও বিভিন্ন পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, “নজরুল ইসলাম ছিলেন সমাজের একান্ত প্রিয় ব্যক্তি। তাঁর অবদান আমরা চিরকাল মনে রাখব।”

