
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের স্বনামধন্য প্রতিষ্ঠান সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজ উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অন্যান্য বছরের ন্যায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। পরীক্ষায় অংশ নেওয়া এই কলেজের ৮০ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের ৩ নং ওয়ার্ডের সানারপাড় এলাকায় অবস্থিত সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন-উর-রশিদ জানান, এবার এইচএসসি পরীক্ষায় এই কলেজ থেকে অংশ নিয়েছিলেন ২৭৬ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে কৃতকার্য হয়েছেন ৮০ দশমিক ৮০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২১ জন শিক্ষার্থী।
তিনি বলেন, কলেজের সকল শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার জন্য এমন ভালো ফলাফল সম্ভব হয়েছে। সেজন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এই কলেজ আরও ভালো ফলাফল বয়ে আনবে সেজন্য সকল অভিভাবকদের সহযোগিতা কামনা করেন তিনি।