আজ
|| ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
এইচএসসি পরীক্ষায় সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের সাফল্য
প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২৫
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের স্বনামধন্য প্রতিষ্ঠান সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজ উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অন্যান্য বছরের ন্যায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। পরীক্ষায় অংশ নেওয়া এই কলেজের ৮০ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের ৩ নং ওয়ার্ডের সানারপাড় এলাকায় অবস্থিত সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন-উর-রশিদ জানান, এবার এইচএসসি পরীক্ষায় এই কলেজ থেকে অংশ নিয়েছিলেন ২৭৬ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে কৃতকার্য হয়েছেন ৮০ দশমিক ৮০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২১ জন শিক্ষার্থী।
তিনি বলেন, কলেজের সকল শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার জন্য এমন ভালো ফলাফল সম্ভব হয়েছে। সেজন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এই কলেজ আরও ভালো ফলাফল বয়ে আনবে সেজন্য সকল অভিভাবকদের সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.