আজ সোমবার, ডিসেম্বর ১, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন ঢাকা-৫ আসনে গণ অধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রণক।
৩০ নভেম্বর বিকেল ৪টায় রাজধানীর যাত্রাবাড়ী পার্কে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ অধিকার পরিষদের নেতাকর্মী ছাড়াও এলাকার সাধারণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রণক বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। দেশের এই ক্রান্তিলগ্নে তাঁর শারীরিক সুস্থতা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করছি, যাতে তিনি আবারও দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন।”

এ সময় তিনি উপস্থিত সকলের কাছে বেগম জিয়ার জন্য খাস দিলে দোয়া করার আহ্বান জানান। পরে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, দেশের শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

Exit mobile version