নরসিংদীর রায়পুরায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রকাশ্য দিবালোকে শাহদাৎ হোসেন (১৪) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের সংগীতা-আমিরগঞ্জ সড়কের বদরপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় এক মাদ্রাসার শিক্ষার্থী শহাদাৎ উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের আদিয়াবাদ দক্ষিণ পাড়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে বড় ভাই ধান কাটতে গেলে তার অটোরিকশা নিয়ে বের হয় শাহাদাৎ। বিকেলে দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহাদাতের গলাকটে মৃত্যু নিশ্চিত করে এবং মরদেহ সংগীতা-আমিরগঞ্জ সড়কের বদরপুর এলাকায় সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে, স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে রায়পুরা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
রায়পুরার বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ আলম জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান বলেও জানান তিনি।


