আজ সোমবার, ডিসেম্বর ১, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুর নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের দুই সদস্য আহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার মধ্যরাতে মহানগরীর মধ্য ভোরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুর সদর থানার ওসি মেহেদী হাসান।

আহতরা হলেন- গাজীপুর মেট্রোপলিটন সদর থানার এএসআই আব্দুর রশিদ এবং পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম। তারা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আটক মো. আব্রাহাম (১৯) মহানগরীর ঘোড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

ওসি মেহেদী হাসান বলেন, মধ্যরাতে এএসআই আব্দুর রশিদ ও পুলিশ কনস্টেবল সাইফুল মধ্য ভোরা এলাকায় একটি অভিযানে যান। পথে একদল ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায়। এতে তারা মারাত্মকভাবে জখম হন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

স্থানীয়রা আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। পরে রাতেই অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের সদস্য সন্দেহে আব্রাহামকে আটক করে পুলিশ।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আব্দুর রশিদের কপাল ও ঠোঁট ফেটে গেছে। সেখানে সেলাই পড়েছে। এ ছাড়া তিনি হাঁটুতেও আঘাত পেয়েছেন।

অপর পুলিশ সদস্য সাইফুল মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারান। তার দুটি দাঁত ভেঙে গেছে। এ ছাড়া তার ঠোঁট ও চোখে আঘাত লেগেছে।

ওসি মেহেদী হাসান বলেন, “ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে। আটক একজন বর্তমানে থানা হেফাজতে আছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Exit mobile version