আজ সোমবার, ডিসেম্বর ১, ২০২৫ খ্রিস্টাব্দ

 

তালা- সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা বড়বিলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার পর অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নির্বাচনী সমাবেশ। পাটকেলঘাটা যুব জামায়াতের আয়োজনে এবং সরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
মাঠজুড়ে মানুষের উপস্থিতি ও উৎসাহ দেখে তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ তাঁর বক্তব্যে বলেন—
“আমি জনগণের প্রার্থী, ক্ষমতার প্রার্থী নই। আমি যদি নির্বাচিত হই, অবৈধভাবে একটি টাকাও আমার পকেটে ঢুকবে না। জনগণের করের টাকা জনগণের উন্নয়নেই ব্যয় হবে। তালা-কলারোয়ার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও গ্রামীণ অবকাঠামোকে এগিয়ে নিতে আমি কাজ করতে চাই।”
তিনি আরো বলেন—
“হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান–মুসলিম সব ধর্ম-বর্ণের মানুষ আমার ভাই। দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে তালা-কলারোয়াকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি শান্তির জনপদে পরিণত করাই আমার অঙ্গীকার। প্রশাসনকে কাজে লাগিয়ে সঠিক সেবা নিশ্চিত করা হবে।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি যুব সমাজকে দেশ গঠনের শক্তি হিসেবে বর্ণনা করে সুশিক্ষা, নৈতিকতা ও কর্মসংস্থানের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
পাটকেলঘাটা ওয়ার্ড সভাপতি মীর ফারুকের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন—
উপজেলা জামায়াত সেক্রেটারি সহকারী অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস আলী,
তালা উপজেলা সূরা সদস্য মাওলানা রেজাউল করিম,
সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট বাশারাতুল্লাহ আওরোঙ্গী বাবলা প্রমুখ।
বক্তারা একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সৎ, স্বচ্ছ ও শান্তিময় রাজনীতির প্রতিশ্রুতি মানুষকে নতুন আশার সঞ্চার করেছে।
উপস্থিত জনতার উচ্ছ্বাস ও সমর্থন দেখে সমাবেশটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

Exit mobile version