আজ সোমবার, ডিসেম্বর ১, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীর রামপুরায় দাঁড়িয়ে থাকা ভিক্টর পরিবহণের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনের সড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, বুধবার রাতে রাজধানীর পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে পল্লবী থানার পাশে ককটেলগুলো নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

Exit mobile version