সোনারগাঁ(প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট হাইস্কুলের মালপত্র রাতের আঁধারে বিক্রি করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে। ১৬ অক্টোবর রবিবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট হাইস্কুলের মালপত্র রাতের আঁধারে বিক্রি করার প্রতিবাদে এলাকাবাসী সভাপতি ও প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জুতা,ঝাড়ু মিছিল ও মানববন্ধন বিক্ষোভ করেছে এলাকাবাসী। অবৈধভাবে স্কুলের মালপত্র বিক্রির প্রতিবাদে পাঁচ শতাধিক সচেতন জনগণ এ মানববন্ধনে অংশগ্রহণ করে এবং তাদের হাতে জুতা ও ঝাড়ু নিয়ে মিছিল অংশ নেয়। এসময় শিক্ষকসহ দুজনকে এলাকাবাসী আটক করেছিল। গত ৮ই অক্টোবর রাত সাড়ে ৮দিকে দুইটি পিকআপ ভ্যান ভর্তি শতাধিক বেঞ্চ,ফ্যান ও রডসহ আটক করা হয়। এসময় ওই স্কুলের সহকারী শিক্ষক আব্দুল বাতেন ও অফিস সহায়ক সুমনকে আটক করা হয়। এ ঘটনা এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে শত শত মানুষ জড়ো হয়ে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। তবে বিক্রি করা মালপত্র স্কুলের এডহক কমিটির রেজুলেশনের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে দাবি করেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। পঞ্চমীঘাট হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও সিনিয়র শিক্ষক মোখলেসুর রহমান এবং ম্যানিজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়ার যোগসাজসে প্রায় ১০লাখ টাকার মালপত্র মাত্র ৩ লাখ টাকায় রাতের আধারে বিক্রি করা হয়েছিল।সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.দেলোয়ার হোসেন জানান,সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে দেখা যায়,বিক্রির প্রক্রিয়ায় নিয়ম ভঙ্গ হয়েছে। প্রয়োজনীয় নথি পর্যালোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন।


