ফেনী পরশুরামে পুলিশের ওপর হামলা হয়েছে। এতে আহত হয়েছে পুলিশের এক উপ–পরিদর্শক (এসআই) ও দুই সদস্য। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ কোলাপাড়া এলাকায় এ ঘটনা হয়।
আহতরা হলো– এসআই মুন্নাদে, কনস্টেবল রুহুল আমিন ও নাজমুল।
পুলিশ জানায়, পরশুরামের দক্ষিণ কলাপাড়ার গিনা গাজী মজুমদার বাড়ির ফারুক মজুমদারের ছেলে এমাম হোসেন ফয়সাল (২৮) ও রাজিব মজুমদার (৩২)। তারা প্রতিনিয়ত প্রতিবেশী এক নারীকে (৪৬) নানাভাবে উত্ত্যক্ত করে– এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ বিষয়টি মীমাংসা করে আসার পথে রাজীব, ইমাম হোসেন ও ফারুকের নেতৃত্বে হামলা হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহত পুলিশ সদস্যদের পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


