মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:
সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে গ্রামের গর্বিত সেনা সদস্য ইয়াছিন আরাফাত বাপ্পি ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দিবাগত রাত ১টার দিকে ব্রেন স্ট্রোকজনিত কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
রোববার (৯ নভেম্বর)
বাদ মাগরিব শাল্যে ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ।
সম্মানিত সেনা সদস্যদের একটি চৌকস দলের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গ্রামের মানুষ তাঁকে স্মরণ করছেন এক দেশপ্রেমিক, বিনয়ী ও দায়িত্বশীল তরুণ সেনা সদস্য হিসেবে।


