আজ সোমবার, ডিসেম্বর ১, ২০২৫ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫–২০২৭)।

চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী নির্বাচনে ৭ পদে তিনটি প্যানেলে বিভক্ত হয়ে লড়ছেন মোট ১৮ জন প্রার্থী। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, সেক্রেটারি পদে ৩ জন এবং সদস্য পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সচেতন সাতক্ষীবাসী সমর্থিত প্যানেলে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি পদে অধ্যাপক মোঃ ওমর ফারুক এবং কার্যনির্বাহী সদস্য পদে মুহঃ রুহুল আমিন, মোঃ জাহিদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান।

সমন্বিত নাগরিক প্যানেলে ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন, সেক্রেটারি পদে শেখ মাসুম বিল্লাহ শাহীন এবং কার্যনির্বাহী সদস্য পদে অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, মোঃ কামরুজ্জামান রাসেল, কামরুজ্জামান কামু, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল ও মোঃ শফিকুল আলম বাবু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সমন্বিত নীল প্যানেলে ভাইস চেয়ারম্যান পদে এড. কামরুজ্জামান ভুট্টো, সেক্রেটারি পদে শেখ শরিফুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য পদে কাজী আব্দুস সবুর ও প্যাডে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১০ নভেম্বর সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ১,৬৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট প্রদানের সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র ও সদস্য কার্ড সঙ্গে রাখতে হবে।

রেড ক্রিসেন্টের এ নির্বাচনকে ঘিরে সাতক্ষীরায় ইতোমধ্যে উত্তেজনা ও আগ্রহ ছড়িয়ে পড়েছে। ভোটারদের প্রত্যাশা, যোগ্য নেতৃত্ব উঠে আসবে যারা মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।

Exit mobile version