সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ডিগবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৈষটেক বালুর মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ডিগবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জামপুর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো.ওয়াসিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান। উদ্বোধক ছিলেন জামপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ডাঃ মো.লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন (মনু),বি আর স্পিনিং এর কোষাধ্যক্ষ মো.মনির হোসেন। এসময় ইউনিয়ন যুবদল নেতা মো.সাব্বির হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৬০ মিনিটের ডিগবার ফাইনাল খেলায় দুটি দল অংশগ্রহণ করে কলতাপাড়া স্পোর্টিং ক্লাব বনাম কাজীপাড়া স্পোর্টিং ক্লাব নির্ধারিত সময়ে খেলা শেষ হলে ট্রাইবেগারে ২ গোলে কাজীপাড়া স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। প্রধান অতিথির হাত থেকে বিজয়ী দল পুরস্কার গ্রহণ করে।


