আজ সোমবার, ডিসেম্বর ১, ২০২৫ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিভাগীয় “শহীদ ও আহত সেল”-এর সহ-সমন্বয়কারী রাকিবুল ইসলাম সংগঠনের সকল পদ থেকে পদত্যাগ করেছেন।

গত ৩ নভেম্বর সংগঠনের সাংগঠনিক সম্পাদক বরাবর দেওয়া ইস্তফাপত্রে তিনি ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় ও স্বপ্রণোদিতভাবে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন।

ইস্তফাপত্রে তিনি উল্লেখ করেন, গত দুই মাস ১৭ দিন ধরে খুলনা বিভাগীয় সহ-সমন্বয়কারী হিসেবে এবং এর আগে সাতক্ষীরা জেলা সমন্বয়কারী ও পরবর্তীতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন সততা ও নিষ্ঠার সঙ্গে।

তিনি আরও বলেন, “জুলাইকে সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে স্থায়ীভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমার লড়াই অব্যাহত থাকবে। শহীদ পরিবার ও আহত সহযোদ্ধাদের যেকোনো প্রয়োজনে আমি সর্বদা পাশে থাকব।”

এদিকে আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে ফোনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাকিবুল ইসলাম বলেন,
“আমার পদত্যাগের বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত। সাংগঠনিক বা আদর্শিক কোনো বিভেদ নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমার শ্রদ্ধা ও সমর্থন আগের মতোই থাকবে।”

তিনি সহযোদ্ধাদের উদ্দেশে বলেন, “আমার এই পথচলায় কাউকে যদি অনিচ্ছাকৃতভাবে কষ্ট দিয়ে থাকি, আমি আন্তরিকভাবে দুঃখিত। সকল সহযোদ্ধার মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি।”

Exit mobile version