নিজস্ব প্রতিবেদক:
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন পিস ফর পিপল ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে একটি রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পিস ফর পিপল ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা হয়। চলমান ‘ফ্রী রক্তের গ্রুপ নির্ণয়’ কার্যক্রম আরও বেগবান করতে জোর দেন সদস্যরা। সেই সাথে নতুন করে কিছু প্রকল্প নেয়ার পরিকল্পনার বিষয়েও আলোচনা করা হয়। যেমন- শিক্ষা উপকরণ বিতরণ এবং বৃক্ষ রোপণ কর্মসূচী। শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রিক সামাজিক বিভিন্ন কর্মসূচী গ্রহণের কথাও উঠে আসে আলোচনায়।
পিস ফর পিপল ফাউন্ডেশনের সভাপতি মো. তোফায়েল আহমেদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনটির অফিস ও প্রেস সেক্রেটারি মাজহার ইমন। এসময় ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি মো. আশিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মামুন প্রধান, ফান্ড রাইজিং সেক্রেটারি মো. আসিফ, সহকারী ফান্ড রাইজিং সেক্রেটারি আব্দুর রহমান ও কার্যনির্বাহী সদস্য সরোয়ার হোসেন খান আবির উপস্থিত ছিলেন।


