আজ সোমবার, ডিসেম্বর ১, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাড়া বাগে জান্নাত জামে মসজিদের উন্নয়নকাজে আর্থিক সহায়তা প্রদান করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ।

শুক্রবার (২৪ অক্টোবর ) জুমার নামাজ শেষে মসজিদের ইমাম সাহেবের অনুরোধে তিনি মসজিদের সম্প্রসারণ ও উন্নয়নকাজের জন্য ৫ লক্ষ টাকার অনুদান প্রদান করেন।

অনুদান গ্রহণের সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় মুরুব্বি ও এলাকাবাসী।

এসময় ইমাম সাহেব মাসুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন

“মসজিদের উন্নয়নে এ সহায়তা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে উত্তম প্রতিদান দেন।”

এ প্রসঙ্গে মাসুদুজ্জামান মাসুদ বলেন,

“মসজিদ মুসলমানদের ঐক্যের প্রতীক। সমাজের কল্যাণে, ধর্মীয় মূল্যবোধ রক্ষায় আমি সবসময় পাশে থাকতে চাই। মানুষই আমার শক্তি, তাদের সুখ-দুঃখে থাকতে পারাটাই আমার দায়িত্ব।”

স্থানীয়রা জানান, মাসুদুজ্জামান মাসুদের এমন দানশীলতা ও মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।

Exit mobile version