মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : ব্রক্ষরাজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) মাগরিবের নামাজের পর থেকে জেয়ালা বায়তুল মামুর জামে মাসজিদ ও হেফজখানা মাসজিদে ব্রক্ষরাজপুর ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডে-এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
০৮ নং ওয়ার্ডের সভাপতি ইবাদুল ইসলামের সঞ্চালনায় ও ব্রক্ষরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইনর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর।
প্রধান বক্তা হিসেবে হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিট সভাপতি হাফেজ শাহিদুজ্জামান, ব্রক্ষরাজপুর বাজার পেশাজীবি পরিষদের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আগামী নির্বাচন আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ডাকসু,জাকসু,চাকসু,রাকসু যেভাবে ইসলাম পন্থিদের ও তরুন সমাজের বিজয় হয়েছে তেমনি ভাবে আপনাদের বিজয় ছিনিয়ে আনতে হবে।আমাদের আমীরে জামায়াত বলেছেন আমরা যদি পাঁচ বছরের জন্য এ জাতি দায়িত্ব পায় তাহলে তাহলে আমরা এ দেশ পরিবর্তন করতে পারব ইং শা আল্লাহ। আমাদের নমিনী মুহাদ্দিস আব্দুল খালেক একজন পরিচ্ছন্ন ব্যক্তি তিনি সাতক্ষীরা ও দেবহাটার আপামর মানুষের জননেতা,আমরা তার জন্য সবাই কাজ করব।