আজ বুধবার, অক্টোবর ১৫, ২০২৫ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম,
সাতক্ষীরা : সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সায়েদুর রহমান মৃধার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,
সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা উপপরিচালক সঞ্জীত কুমার দাস সুশীলন সাতক্ষীরার উপপরিচালক জি এম মনিরুজ্জামান প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্ম পরিষদ ও শুরা সদস্য প্রফেসর আব্দুল ওয়ারেছ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রতিবন্ধী সাহায্য কেন্দ্র সাতক্ষীরার কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. এস এম হাবিবুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফুল ইসলাম, নবজীবনের সভাপতি শামসুল আলম খান, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, জেলা অন্ধ ও পুনবাসন কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারি মো. তারিকুর রহমান, মো: জাহাঙ্গীর আলম, বার্তাবাহক ফারহান তানভীর প্রমুখ। আলোচনা সভা শেষে ৫জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সাদাছড়ি ও সমাজসেবা ভুক্ত ২৩ টি প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ করা হয়। এসময় প্রশাসনিক কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন স্তরের প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. রোকনূজ্জামান।

Exit mobile version