আজ মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ খ্রিস্টাব্দ

পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে ইলিশ মাছ কিনে ফেরার পথে নৌ-পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন রাসেল খান নামে এক যুবক।

রোববার (১২ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেঁতুলিয়া নদীতে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অনুসন্ধান চালিয়ে তার কোনো খোঁজ পায়নি। শনিবার সন্ধ্যার দিকে নদীতে ঝাঁপ দেন রাসেল।

নিখোঁজ রাসেল খান উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের ইউসুফ খানের ছেলে।

নৌ-পুলিশ সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় মাছ কিনে নৌকাযোগে ফিরছিলেন রাসেল খানসহ চারজন। তেঁতুলিয়া নদী থেকে কালাইয়া খালে তাদের বহনকারী নৌকাটি প্রবেশের সময় নৌ-পুলিশের টহল দেখে আতঙ্কে নদীতে ঝাঁপ দেন রাসেল। এ সময় অন্যরা পাশের একটি ট্রলারে উঠে পালিয়ে যান।

এ বিষয়ে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক আল মামুন বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপারসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে ডুবুরি দল সকাল থেকে নিখোঁজ রাসেল খানের সন্ধান চালিয়ে যাচ্ছেন।

Exit mobile version