খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল বলেছেন আওয়ামী লীগের লোকজন বিভিন্ন জায়গায় হিন্দুদের জায়গা এমনকি মন্দির আশ্রম পর্যন্ত দখল করে নিয়েছে।
শনিবার (১১অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন শাম্মী থিয়েটার তাদের ৬২তম প্রযোজনা হিসেবে নাটক ‘মন্দিরে হবে দেখা’ মঞ্চস্থ করেছে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমার নিজের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে এক আওয়ামী লীগের নেতা, যদিও এক সময় ভিন্ন রাজনীতি করতো আওয়ামী লীগে যোগ দেওয়ার পরে হিন্দুদের মন্দির সম্পত্তি আশ্রম সবকিছু দখল করে নিয়েছে।
বাবুল আরো বলেন, আমি সব সময় সংস্কৃতি সম্পর্কিত সবার সাথে আছি যেকোনো সময় যেকোনো প্রয়োজনে আমাকে জানালে আমি সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব।
সভাপতি এর বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, নারায়ণগঞ্জ গডফাদার শামীম ওসমান থেকে মুক্তি পেয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায়, এক্ষেত্রে আবু জাফর আহমেদ বাবুল বিভিন্ন আন্দোলনে আমাদের সর্বাত্মক সহযোগিতা করায় তাকে বিতাড়িত করা সম্ভব হয়েছে ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে মাসুমুল হক সোহেল, অনুষ্ঠান পরিচালনা করেন শাম্মী থিয়েটারের সাধারণ সম্পাদক আলমগীর আজিজ ইমন।