সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্মৃতি রানী বর্মণ (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।শুক্রবার দুপুরে উপজেলার সাত ভাইয়াপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। এঘটনায় নিহতের ভাই শ্যামু চন্দ্র বর্মণ ৪ অক্টোবর শনিবার সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নিহত স্মৃতি রানী বর্মণ কুমিল্লার আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর এলাকার শ্যামু চন্দ্র বর্মণের মেয়ে। অভিযোগ সুত্রে জানা যায়,প্রায় ৯ বছর আগে স্মৃতির বিয়ে হয় উপজেলার সাত ভাইয়াপাড়ার সনজিৎ চন্দ্র বর্মণের (৩২) সঙ্গে। তাদের দাম্পত্য জীবনে এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্মৃতির স্বামী সনজিৎ,শ্বশুর বেনু চন্দ্র বর্মণ,শাশুড়ি জোসনা রানী বর্মণ এবং খালাতো বোন স্বরসতি চন্দ্র বর্মণ মিলে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে স্মৃতিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো।স্মৃতি রানীর পরিবার তিন লাখ টাকা পরিশোধ করলেও বাকি দুই লাখ টাকার জন্য নির্যাতন অব্যাহত রাখে তারা,গত ২রা অক্টোবর রাত ৯টার দিকে স্মৃতি রানী তার ভাই শ্যামুকে ফোনে জানান যে, যৌতুকের বাকি দুই লাখ টাকা দ্রুত পরিশোধ না করলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। পরদিন সকালেও স্বামী সনজিৎ ফোনে ওই টাকা দাবি করে এবং না দিলে সংসার না করার হুমকি দেয়।এরপর শুক্রবার দুপুরে তারা খবর পান স্মৃতি রানীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে ছুটে গিয়ে স্মৃতির মরদেহ দেখতে পান। অভিযোগে উল্লেখ করা হয়েছে,স্মৃতির গলায় শ্বাসরোধের স্পষ্ট দাগ ছিল। চিকিৎসকরা জানান,হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।নিহতের ভাই শ্যামু চন্দ্র বর্মণ অভিযোগ করে বলেন, তার বোনকে যৌতুকের টাকার জন্যই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির সবাই পলাতক রয়েছে।এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে,লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।