আজ বুধবার, অক্টোবর ১৫, ২০২৫ খ্রিস্টাব্দ

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি: র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন,হিন্দুদের পূজা মুসলমানদের ঈদের জামাত,খ্রিষ্টানদের বড়দিন এই অনুষ্ঠানগুলো যদি আমরা আইনশৃংখলা রক্ষাকারীবাহিনীর বেস্টুনে না থেকে যদি আমরা স্বতঃস্ফূর্তভাবে করতে পারি সেদিনের আনন্দই হবে আমাদের প্রকৃত আনন্দ। এখন আমাদের এই ভাবেই করতে হচ্ছে আশা করি আমাদের সেদিনও আসবে দেশে।

১ অক্টোবর বুধবার বিকেলে শহরের রামকৃষ্ণ আশ্রম মন্দির ও আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শনে এসে তিনি উক্ত কথা বলেন।

এসময় আশ্রম ও পূজা মন্ডপ পরিদর্শন শেষে
র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান সাংবাদিকদের বলেন, অল্প কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খুব ভালোভাবে দূর্গা পূজার আয়োজন হচ্ছে। এ পর্যন্ত ৩৫ হাজার পূজা মন্ডপের মধ্যে ৪৯ টি পূজা মন্ডপে কিছু নাশকতাকারী কিছু কাপুরুষ অসুস্থ মন মানসিকতার লোক তারা বিচ্ছিন্ন ঘটনার ঘটার চেষ্টা করেছে। প্রতিটি ক্ষেত্রেই কঠোর আইনগত ব্যবস্থা নিয়েছি। এখন পর্যন্ত ১৯জনের বেশি নাশকতাকারীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

র‍্যাবের মহাপরিচালক আরও বলেন, এ বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ। এ বাংলাদেশের সকল ধর্মের লোকের, নির্দিষ্ট কোন লোক বা ব্যক্তির দেশ না।আমরা সবাই সমান অধিকার নেই আমাদের ধর্মের অনুষ্ঠানগুলো আছে সে অনুষ্ঠানগুলো পালন করব। এখানে বাঁধা দেওয়ার কোন প্রশ্ন আসেনা, বিঘ্ন ঘটানোর কোন প্রশ্ন আসে না। যারাই বিঘ্ন ঘটাবে তারা আইন ভঙ্গ করবে। তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। আশা করি এবারের থেকে আগামী বছরগুলোতে এই উৎসবগুলো সফলভাবে পালন করতে সক্ষম হব। কোনভাবেই দুষ্কৃতিকারী ও নাশকতাকারীদের আমরা গ্রহন করব না।আমাদের যে চমৎকার ও ভালোবাসা সম্পর্ক সে সম্পর্ক যেন অটুট থাকে।

এসময় আরও উপস্থিত ছিলেন র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দিরের অধ্যক্ষ স্বামী একনাথ মহারাজ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন প্রমুখ।

Exit mobile version