গাজীপুরের শিমুলতলীতে মেলায় চলন্ত নাগরদোলা হেলে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৫টার দিকে বিএমটিএফ লিমিটেড আর্মি ফার্মা ফ্যাক্টরির নির্ধারিত স্থানে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাজীপুরের বিভিন্ন স্থানে নিয়মনীতির তোয়াক্কা না করেই বিভিন্ন মেলার আয়োজন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় বেশ কদিন আগে মাসব্যাপী মেলার এই আয়োজন করা হয়। শুরু থেকেই মেলা চত্বরে নাগরদোলা চলছিল। বিকেল ৫টার দিকে নাগরদোলায় চড়েন ২৫-৩০ জন দর্শনার্থী। হঠাৎ চলন্ত নাগরদোলা হেলে পড়ে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘটনার পরপরই কড়া নিরাপত্তায় আহতদের উদ্ধার করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে মেলা কর্তৃপক্ষ। এ সময় ছবি তুলতে চা…