আজ মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন তালতলী এলাকায় আলী পেপার কারখানার সামনে অবৈধভাবে গড়ে তোলা পলিথিন কারখানায় অভিযান চালিয়ে জমির মালিক কে এক লাখ টাকা জরিমানা, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন, কারখানা বন্ধ করে দিয়েছে উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম ও গাজীপুর পরিবেশ অধিদপ্তর সহকারী পরিদর্শক মোঃ রকিবুল হাসান।
৩০ সেপ্টেম্বর দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়ন তালতলী এলাকার হেলাল উদ্দিনের ছেলে নুরুল ইসলাম কে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে অবৈধ পলিথিন কারখানার মালিক পালিয়ে যায়। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী পরিবেশবিরোধী কার্যক্রম পরিচালনার দায়ে কারখানাটিকে জরিমানা করা হয়।পাশাপাশি অভিযানকালে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গাজীপুর পরিবেশ অধিদপ্তর সহকারী পরিদর্শক মোঃ রকিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। কারখানা মালিক কে না পাওয়ায় জমির মালিক কে এক লাখ টাকা জরিমানা ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন, কারখানা বন্ধ করে অবৈধ পলিথিন ধংস করা হয়েছে।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাইদুল ইসলাম জানান, তালতলী এলাকায় আলী পেপার কারখানার সামনে অবস্থান অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে জমির মালিক কে এক লাখ টাকা জরিমানা ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন, কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

Exit mobile version