আজ বুধবার, অক্টোবর ১৫, ২০২৫ খ্রিস্টাব্দ

 

# নারায়ণগঞ্জে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকির পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নির্দেশে ইউনিয়ন জনসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে কাশিপুর বাংলাবাজার এলাকায় কাশিপুর ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাকের পার্টি অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল বলেন, জাকের পার্টি ত্যাগের রাজনীতি করে, এবং ত্যাগীরাই জনগণের কল্যাণের দিকে তাকাবে এই শিক্ষা জাকের পার্টির চেয়ারম্যান নেতাকর্মীদের দিয়েছে। সুতরাং জাকের পার্টি ত্যাগের পার্টি আর বাকি সব ভোগের পার্টি। যার জন্য আজকে পার্টির অস্তিত্ব নেই, জনগণ থেকে বিচ্ছিন্ন শুধুমাত্র ভোগের কারণে। আর জাকের পার্টির ত্যাগের কারণে মানুষ আগামী নির্বাচনে গোলাপ মার্কাকে নির্বাচিত করবে।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, জনগণের স্বার্থে এবং জনগণের জন্য যদি রাজনীতি করতো, এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় তারাই থাকত। দল ও দলের নেতা-কর্মীদের জন্য রাজনীতি ছিলো বিধায় তারা থাকতে পারেনি।

তিনি আরও বলেন, জাকের পার্টির জনগণের কল্যাণে রাজনীতি করে। গত ৫৪ বছর যারা ক্ষমতায় ছিল তারা দেশের জন্য কাজ করেনি। দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে পারেনি, যার ফলে আজকে দেশে ৮ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা হয়। সেই হিসাব অনুযায়ী প্রতিটি জেলায় ১০ হাজার কোটি টাকা বাজেট বরাদ্ধ আসার কথা। যদি এটি সমানভাবে ভাগ হতো, তাহলে এক একটি উপজেলায় বড় বড় মেডিকেল হতো, শিক্ষার হার বৃদ্ধি পেত ও অর্থনৈতিক সচ্ছল হতো।

কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জাকের পার্টি যুব সেচ্ছা সেবক ফ্রন্টের সাধারণ সম্পাদক মোরশেদ হাসান জামাল, ছাত্র ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার। নারায়ণগঞ্জ জেলা জাকের পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস এম ফারুক আলম, সদস্য সাহিন আহমেদ, হাবিবুর রহমান, মহিলা ও ছাত্রীফ্রন্ট সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Exit mobile version