আজ মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত এডিশনাল ডিআইজি জালাল আহমেদ চৌধুরী (মাসুম) বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জালাল চৌধুরী শুধু একজন দক্ষ পুলিশ কর্মকর্তা নয়, ছিল একজন লেখক, চিন্তাশীল মেধাবী এবং সত্যিকারের মানবিক ও সৎ অফিসার। জীবনের প্রতিটি পর্বে সে কর্তব্যকে অগ্রাধিকার দিয়েছে।

সম্প্রতি পুলিশ সংস্কার কমিশনের সচিবালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিল। দায়িত্বের প্রতি তার দায়বদ্ধতা, সততা ও আন্তরিকতা প্রশংসনীয় ছিল। পেশাগত জীবনের পাশাপাশি সে নিজের এলাকার উন্নয়নেও ভীষণভাবে মনোযোগী ছিল। বিশেষ করে কুলাউড়ার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে সম্প্রতি সক্রিয়ভাবে অবদান রাখার চেষ্টা করছিল।

তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। দেশে-বিদেশে চিকিৎসা নিয়ে পুলিশ সেট করার যোগদান করেন। সম্প্রতি তার স্বাস্থ্যের উন্নতি হলে তাকে প্রথমে বাসায় চিকিৎসা ও পরবর্তীতে রাজার বাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়।

তার মৃত্যুর সংবাদ পুলিশ সদস্য সহ সাংবাদিকদের মাঝে সুখের চাই নেমে আসে। তিনি দীর্ঘদিন পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়ার দায়িত্ব পালন করেন।

Exit mobile version