ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তার দেশ ইসরায়েলি সরকারের মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে এবং ইসরায়েলের সাথে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)’র এসোসিয়েশন চুক্তির বাণিজ্য অংশ স্থগিত করতে প্রস্তুত।
স্থানীয় সময় শনিবার (৩০ আগস্ট) কোপেনহেগেনে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের সভার আগে লারস লোকে রাসমুসেন, যিনি বর্তমানে ইইউ’র সভাপতিত্বের দায়িত্বে আছেন, বলেন, ডেনমার্ক মনে করে যে গাজার সহিংসতা রোধে ইসরায়েলকে চাপ দিতে পদক্ষেপ নেয়া প্রয়োজন।
‘আমরা সবচেয়ে বিপজ্জনক মানবিক বিপর্যয় প্রত্যক্ষ করছি। ইসরায়েলকে তার পথ পরিবর্তন করতে হবে,’ তিনি বলেন।
ইউরোপীয় ইউনিয়নের সাথে ইসরায়েলের এসোসিয়েশন চুক্তির বাণিজ্য অধ্যায় স্থগিত করলে ইসরায়েলের সাথে তার বাণিজ্যের ওপর শুল্ক পুনরুদ্ধার হবে, যা ইসরায়েলের বৃহত্তম বাণিজ্যিক সহযোগী।