আজ মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ খ্রিস্টাব্দ

সহসাই মূল্যস্ফীতি কমবে না। কঠোর মুদ্রানীতির কারণে স্বস্তি মিলবে না ব্যাংকের সুদ নিয়েও। এ বাস্তবতায় যদি বেসরকারি বিনিয়োগ ধাক্কা খায়, তা সামাল দিতে বিদেশি বিনিয়োগ আনতে হবে সরকারকে— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. আখতার হোসেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে পলিসি রিসার্চ ইউনিটের (পিআরআই) অর্থনীতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।

ড. আখতার হোসেন আরও বলেন, নির্বাচন না হলে পুরোপুরি স্বস্তি ফেরা কঠিন। রফতানি ও রেমিট্যান্সে ইতিবাচক ধারা থাকলেও চাপে ফেলছে বিদেশি ঋণ। জটিলতা বাড়িয়েছে ট্রাম্পের নতুন ট্যারিফ।

কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এ অর্থনীতিবিদের মতে, মূল্যস্ফীতি ৪ শতাংশে নামানো গেলে ব্যাংকের আমানতের হার ৬ ভাগে থাকবে। তখন সুদের হার কমবে। আলোচনায় থাকা ব্যাংকগুলো একীভূত করতে ২০ থেকে ৩০ হাজার কোটি টাকা লাগবে।

Exit mobile version